আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মুরালি বিজয়

সমকাল প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ১৭:৩৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভারতের ৩৮ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার মুরালি বিজয়। ভারতের হয়ে তিনি ৬১টি টেস্ট, ১৭টি ওয়ানডে এবং নয়টি টি-২০ খেলেছেন। জাতীয় দলকে বিদায় বললেও বিশ্ব ক্রিকেটে খেলার সুযোগ খুঁজবেন এবং ক্রিকেট বাণিজ্যে ঝুঁকবেন বলে জানিয়েছেন তিনি। এক বিবৃতি দিয়ে মুরালি বিজয় বলেছেন, ‘আজ (সোমবার) কৃতজ্ঞতা ও নম্রতার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছি।


ক্রিকেটে ২০০২-২০১৮ পর্যন্ত সময় আমার জীবনের সেরা সময়। শীর্ষ পর্যায়ে ভারতের হয়ে খেলা আমার জন্য সম্মানের। আমাকে সুযোগ দেওয়ায় বিসিসিআই, তামিল নাডু ও চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ।’ জাতীয় দলকে বিদায় বলা ক্রিকেট ক্যারিয়ারের নতুন অধ্যায়ের শুরু বলেও মন্তব্য করেছেন তিনি, ‘আমি উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি যে, বিশ্ব ক্রিকেটে খেলার নতুন সুযোগ খুঁজতে ও নতুন ক্রিকেট বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত হতে চাই। নতুন এবং ভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিতে পছন্দ করবো।’ মুরালি বিজয় তার অভিষেক টেস্টে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন। জাতীয় দলের হয়ে ৬১ টেস্টে ১২ সেঞ্চুরি ও ১৫ ফিফটি পেয়েছেন তিনি। দেশের বাইরে নিয়মিত ভালো খেলতে থাকায় তার টেস্ট ক্যারিয়ার দীর্ঘ হয়েছে। প্রায় চার হাজার টেস্ট রান করেছেন তিন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সুবিধা করতে না পারলেও ১০২ আইপিএল ম্যাচ খেলেছেন তিনি। সেঞ্চুরি আছে দুটি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us