কক্সবাজারে মাদক মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

সমকাল প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ১৭:০৬

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের আট রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে কারাভোগের আদেশ দেওয়া হয়েছে। 


কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানার আদালত সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে এ রায় দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ ধইল্ল্যা, রবি আলম, মোহাম্মদ আলম, মোহাম্মদ শফিকুল, মোহাম্মদ নুর, নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন।


মামলার তথ্য উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেন, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগরে মাছ ধরার একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক দেখে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে ট্রলারটির চালক দ্রুত চালিয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে আটজনকে আটক করা হয়। এ সময় প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার করে মোট দুই লাখ ইয়াবা পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us