নিউজিল্যান্ডের অকল্যান্ডে বন্যা, জরুরি অবস্থা জারি

আজকের পত্রিকা প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ১৩:৩৪

ভয়াবহ বন্যার কবলে নিউজিল্যান্ডের অকল্যান্ড। এরই মধ্যে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গত তিন দিনে কোথাও কোথাও ভূমিধস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। 


বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিতে দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডে শুক্রবার থেকে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। পরিস্থিতি বিবেচনায় অকল্যান্ডে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। 
 
বন্যার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার ঘরবাড়ি। বাধাগ্রস্ত হচ্ছে পানি সরবরাহ ব্যবস্থা। এ ছাড়া ব্যাহত হচ্ছে উড়োজাহাজ চলাচল। ফলে ভোগান্তিতে হাজারো মানুষ।ন
বন্যায় এরই মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যাকবলিত এলাকা থেকে অনেককে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়। স্কুল ভবনগুলোকে আপাতত বানানো হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us