ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান নাদিম জাহাওয়িকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। ট্যাক্সকাণ্ড নিয়ে তদন্তের পর তাকে সরিয়ে দেওয়া হলো। বিবিসি।
রোববার জাহাওয়ির উদ্দেশে দেওয়া এক চিঠিতে সুনাক বলেন, স্বাধীন উপদেষ্টার তদন্ত শেষে তিনি যা পেয়েছেন, তা আমাদের জানিয়েছেন। এটি পরিষ্কার যে, মন্ত্রিত্ব আইনের গুরুতর লঙ্ঘন হয়েছে। তিনি বলেন, ফলে আমি আপনাকে সরকারি পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলাম।