বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে শূন্যরেখায় রোহিঙ্গা শিবিরে ৩৫টি সুড়ঙ্গের খোঁজ মিলেছে। সুড়ঙ্গগুলো দিয়ে সহজেই যাতায়াত করা যায় মিয়ানমার ও বাংলাদেশে। ১৮ জানুয়ারি সীমান্তের মিয়ানমার অংশে দুপক্ষের মধ্যে গোলাগুলির পর শূন্যরেখায় কোনারপাড়া রোহিঙ্গা শিবিরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপরই খোঁজ মেলে এসব সুড়ঙ্গের। একাধিক সূত্রের দাবি, সীমান্তে সেদিন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে ব্যাপক গোলাগুলির পর জ্বালিয়ে দেওয়া হয় শূন্যরেখার ঘরগুলো। যদিও একটি সূত্রের মতে, আরএসওর সংঘর্ষটি হয়েছিল মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে।
সংঘর্ষের এক সপ্তাহের মাথায় গত বুধবার তমব্রু সীমান্ত এলাকা ঘুরে শূন্যরেখায় সুড়ঙ্গের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তমব্রু বাজার ও ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের ছাদ থেকে দেখা যায় পুড়ে যাওয়া এলাকা। তবে সুড়ঙ্গের ছবি ও ভিডিওচিত্র পাওয়া গেছে নির্ভরযোগ্য সূত্রে।