ইসরায়েলের বিচার বিভাগ সংক্রান্ত আইনগুলোতে বড় রকমের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। এসব পরিবর্তনের ঘোষণা ইসরায়েলে এবং অধিকৃত এলাকাগুলোতে বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যেও তীব্র উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে।
এদিকে ঘোষণার প্রতিবাদ জানাতে ইসরায়েলের সড়কে নেমেছে হাজার হাজার মানুষ। শনিবার তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এর আগে কখনও দেশটিতে এত বিপুল সংখ্যক মানুষকে রাস্তায় নামতে দেখা যায়নি। ষষ্ঠ বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছেন নেতানিয়াহু। পেয়েছিলেন উগ্র ডানপন্থীদের সমর্থন। ক্ষমতায় আসার পর বিচার বিভাগের কিছু সংস্কারের পরিকল্পনা করেছেন।