জি২০ একটা যুদ্ধবিরোধী অবস্থানের দিকে যেতে পারে

কালের কণ্ঠ জয়ন্ত ঘোষাল প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ০৮:২৮

আরম্ভের আগেও আরম্ভ থাকে। সন্ধ্যার প্রদীপ জ্বালানোর আগে বিকেলের সলতে পাকানো। জি২০ আন্তর্জাতিক সম্মেলন এবার হতে চলেছে নয়াদিল্লিতে, নভেম্বর মাসে। সেই সম্মেলনকে কেন্দ্র করে এই উপমহাদেশে তথা গোটা বিশ্বে প্রস্তুতির পর্ব শুরু হয়ে গেছে। আর নভেম্বরের বিশ্বসম্মেলনের আগে মার্চ মাসে হতে চলেছে জি২০-এর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। জি২০-এর সদস্য না হলেও এই সম্মেলনে বাংলাদেশকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তাই আমন্ত্রিত সদস্য হিসেবে মার্চ মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দিল্লি আসছেন।


আসন্ন মার্চ মাসে পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনের জন্য এই মুহূর্তে দিল্লিতে সাজ সাজ রব। দিল্লির সাউথ ব্লকে চলছে তৎপরতা। কী হবে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের অগ্রাধিকার, সেখানে কী হবে আলোচনার বিষয়বস্তু ইত্যাদি ইত্যাদি। আর যেটা বাইরে থেকে দেখা যায় না সেটা হলো, এই জি২০-এর সদস্য এবং আমন্ত্রিত সদস্যদের মধ্যে চলছে এক ধরনের আদান-প্রদানের কর্মসূচি। যেমন—প্রতিটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও পররাষ্ট্রসচিবরাও খসড়া প্রস্তাব নিয়ে আলাপ-আলোচনা শুরু করে দিয়েছেন। হচ্ছে অনেক রকমের ভিডিও কনফারেন্স, জুম কনফারেন্স এবং অনলাইন আদান-প্রদান। একেকটা শব্দ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এটাও একটা চিত্তাকর্ষক ঘটনা বটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us