এ বছর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি ৪৬ শতাংশ বৃদ্ধি করে ১৫ হাজার টাকা করা হয়েছে। গত বছর এ ফি ছিল ৮১০০ টাকা। এই নিয়ে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে এ মিছিল বের করেন ছাত্ররা। মিছিল ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. তানভীর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ওসমান গণি, পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র সজিব আহমেদ জয় ও গণিত বিভাগের সজিব আহমেদ তাহসিন।
সেখানে শিক্ষার্থীরা দাবি করেন, হঠাৎ প্রায় দ্বিগুণ ভর্তি ফি বৃদ্ধি এক ধরনের জুলুম। আকস্মিকভাবে ফি বৃদ্ধিতে অনেক দরিদ্র ও প্রান্তিক অঞ্চলের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিপাকে পড়ছেন। তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। টাকা যার শিক্ষা তার এ নীতি বাস্তবায়নে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর একটা যথাযথ সমাধান দাবি করেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ বিষয়ে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন।