নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে রাজপথে লাখো জনতা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ১৬:৩৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের নেওয়া বিচার ব্যবস্থাপনা সংশোধনের পরিকল্পনার বিরুদ্ধে ফের তেল আবিবের রাজপথে নেমেছে লাখো মানুষ। তাদের অভিযোগ, এই পরিকল্পনা দেশটির সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটা চক্রান্ত।


পুলিশের বরাতে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, শনিবারের (২১ জানুয়ারি) বিক্ষোভে এক লাখের বেশি মানুষ অংশ নেন।


এর আগের সপ্তাহেও ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক আকারে বিক্ষোভ হয়। তাদের দমাতে আন্দোলনকারীদের ওপর ব্যাপক চড়াও হয় নিরাপত্তা বাহিনী। বেশ কয়েকজন আটক হন। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে মধ্যপ্রাচ্যের দেশটিতে।


কট্টর ডানপন্থী সরকারের নেওয়া পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছি বিরোধী রাজনৈতিক দলগুলোও। পরিবর্তনগুলো গণতন্ত্রকে হুমকি ফেলবে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।


এদিকে ইসরায়েলি বার অ্যাসোসিয়েশনের প্রধান আভি চিমি বলেন, ‘তারা আমাদেরকে একনায়কতন্ত্রে পরিণত করতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তারা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us