গাজীপুরের ভোগড়ায় নিজেদের কারখানায় প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি (পিসিবিএ) উৎপাদন শুরু করেছে শাওমি বাংলাদেশ। সাধারণভাবে পিসিবিএকে মাদারবোর্ড বলা হয়, যা কিনা স্মার্টফোনের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে উৎপাদিত এই পিসিবিএ দিয়ে রেডমি ১০সি স্মার্টফোন সংযোজন করেছে শাওমি। ইতিমধ্যে এই স্মার্টফোন বাজারেও পাওয়া যাচ্ছে।
২০২১ সালের ২১ অক্টোবর গাজীপুরে শাওমির স্মার্টফোন সংযোজন কারখানার যাত্রা শুরু হয়। ডিবিজি টেকনোলজি বিডি লিমিটেডের মাধ্যমে কারখানাটি পরিচালিত হয়। গত বছর এই কারখানায় ১২-১৪ লাখ স্মার্টফোন সংযোজন হয়েছে। দেশের বাজারে বিক্রি হওয়া শাওমির স্মার্টফোনের ৯৫ শতাংশই এখানে সংযোজিত হয়। সর্বশেষ এই কারখানায় পিসিবিএ উৎপাদনের জন্য সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) ইউনিট স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে কারখানাটিতে এখন পর্যন্ত বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৫০ লাখ ডলার।