নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ২২:২৭

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে একটু আগেভাগেই দেশ ছাড়ছেন সালমা-জোত্যি-নিগাররা। আগামী সোমবার দেশ ছাড়বেন তারা। তার আগে শনিবার ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


চলমান অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে ভালো খেলে মূল দলে সুযোগ পেয়েছেন স্বর্ণা আক্তার ও অধিনায়ক দিশা বিশ্বাস।


বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতির জন্য নারীদের প্রস্তুতির সেরা মঞ্চ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। আইসিসির অধীনে অনুশীলন শুরুর ১০ দিন আগে তাদের দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছে বিসিবি। নিজেদের খরচে অনুশীলনের পাশাপাশি ম্যাচও আয়োজন করছে তারা। মূল মঞ্চে মাঠে নামার আগে ৪টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে নিগার সুলতানার দল। দুটি নিজেদের খরচে, বাকি দুটি আইসিসির আয়োজনে।


বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দল
নিগার সুলতানা জোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, ও সোবহানা মোস্তারি।


স্টান্ডবাই
রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি ও শারমীন আক্তার সুপ্তা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us