তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ নেই: আইনমন্ত্রী

ডেইলি স্টার প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ২০:৩১

দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।


তিনি বলেন, 'সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছে এবং সে অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়েছে। তাই দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ নেই।'


আজ শনিবার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের জন্য আয়োজিত দশম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


আইনমন্ত্রী বলেন, 'সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।'


তিনি বলেন, 'নির্বাচনের সময় সরকারি দপ্তরগুলো নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দেবে।'



এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'অনুগ্রহ করে পরবর্তী রাষ্ট্রপতির নাম নিয়ে গুজবে কান দেবেন না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us