পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিও পাওয়া যায়। ফলে সহজেই পছন্দের চাকরির সন্ধান মিলে থাকে। ব্যবহারকারীদের চাকরি খোঁজার পাশাপাশি বিনোদনের সুযোগ দিতে এবার নিজেদের প্ল্যাটফর্মে গেম খেলার সুবিধা চালু করেছে লিংকডইন।
প্রাথমিকভাবে ‘কুইন্স’, ‘ক্রসক্লাইম্ব’ এবং ‘পিনপয়েন্ট’ নামের তিনটি গেম খেলা যাবে লিংকডইনে। এসব গেম খেলে বিনোদনের পাশাপাশি পেশাগত বিভিন্ন দক্ষতা বাড়ানো যাবে। কুইনস নামের গেমটি মূলত সুডোকুভিত্তিক। ক্রসক্লাইম্ব গেমটিতে শব্দ সাজাতে হবে আর পিনপয়েন্ট গেমটিতে বিভিন্ন দক্ষতার প্রমাণ দিতে হবে। গেমগুলো শুধু একাই খেলা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী গেমগুলো খেলার সুযোগ পাবেন।