অস্কার জয়ী সিনেমা ‘ফরেস্টগাম্প’ অনেকেই দেখেছেন। ওই সিনেমায় অনুপ্রেরণায় বলিউডে নির্মাণ করা হয়েছে ‘লাল সিং চাড্ডা’। সিনেমার মতো দীর্ঘ ম্যারাথনের স্বপ্ন অনেকেই দেখেন। স্বপ্ন দেখেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার। ম্যারাথনে অংশ নিতে কারো বাধাও নেই। কিন্তু শুরু করে অনেকেই শেষ করতে পারেন না। পৌঁছাতে পারেন না লক্ষ্যে।
অস্ট্রেলিয়ার নারী দৌড়বিদ অর্চনা মুরে বার্থলেট পেরেছেন। লক্ষ্য নির্ধারণ করে পাঁচ মাস ধরে দৌড়েছেন তিনি। একে একে সম্পন্ন করেছেন ১৫০টি ম্যারাথন। আগস্টে অস্ট্রেলিয়ার কেপ ইয়র্ক থেকে দৌড় শুরু করে পৌঁছেছেন দেশের দক্ষিণ প্রান্তে।