ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে শনিবার (১৪ জানুয়ারি) আবারও তেল আবিবের রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। বিচার বিভাগকে নতুন করে সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানায় ৮০ হাজারের বেশি মানুষ।
নেতানিয়াহুর ডানপন্থি জোট সরকারের প্রস্তাবিত পরিকল্পনাকে গণতান্ত্রিক শাসনের ওপর আঘাত বলছেন আন্দোলনকারীরা। জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এবং উত্তরাঞ্চলীয় শহর হাইফাতেও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।