বয়স্ক একা নারী মনোযোগ দিয়ে জানালার কাচে নকশা আঁকছেন। কিছুক্ষণ পরপর নির্দিষ্ট স্থানে রং–তুলির আঁচড় দিচ্ছেন তিনি। মাথা নাড়ানোর পাশাপাশি মুখের অভিব্যক্তি পরিবর্তন করায় অনেকেই প্রথম দেখায় তাকে নারী চিত্রশিল্পী ভেবে ভুল করছেন। কিন্তু আসলে তা নয়, নারীর আদলে তৈরি এই চিত্রশিল্পী আসলে রোবট।
ইয়ায়োই কুসামা নামের এই রোবট ব্যবহার করে পণ্যের প্রচারণা চালাচ্ছে বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভুতো। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিষ্ঠানটির একটি শোরুমে রোবটটি দেখতে ভিড়ও করছেন পথচারীরা।