টিভি বা মোবাইল স্ক্রিনে অনেক শিশুই আজকাল দিনের অনেকটা সময় কাটায়। মা-বাবাও শিশুকে ব্যস্ত রাখতে বা নিজেরা ঝামেলা থেকে বাঁচতে শিশুদের স্ক্রিন ব্যবহারে উৎসাহ দেন। কানাডীয় এক সমীক্ষায় এ ব্যাপারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গবেষণা ও জরিপের ভিত্তিতে সংস্থাটি বলছে, এতে শিশুদের ভাষাগত ও সামাজিক দক্ষতা ব্যাহত হচ্ছে।