আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন ভুয়া। আজকের খবর জানেন, পল্টনে মোটামুটি একটা সমাবেশ হয়েছে। ১২–দলীয় জোট দেখলাম বিজয়নগরে সমাবেশ করছে, সব মিলিয়ে ২৪ জন। ৭–দলীয় জোট প্রেসক্লাবের সামনে চেয়ার পেতে বসে আছে, মঞ্চে ২০ জন, সামনে সাংবাদিকসহ আরও ১৫ জন। বেলা একটা পর্যন্ত তিন দল উপস্থিত ছিল, চার দল নেই। ৭–দলীয় ঐক্যজোট, তারপর সমমনা ১২ দল বিএনপির সমমনাদের দেখলাম। ওই এলাকাজুড়েই (পল্টন) আছে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এ সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘তারা বসে আছে ফুটপাতের ওপর, মঞ্চ ও শ্রোতা সেখানেই, সবাই ফুটপাতকেন্দ্রিক। তারপর এলডিপি; দেখলাম সেই দৃশ্যপট, কয়েকজন হাতে গোনা বসে আছে। ৫৪ দল আজকে একজন শেখ হাসিনার বিরুদ্ধে। কী হবে? ঘোড়ার ডিম পাড়বে। ৫৪টা ঘোড়ার ডিম পাড়বে, ৫৪টি ঘোড়ার ডিম পাড়বে ৫৪টি বিরোধী রাজনৈতিক দল। ভুয়া...ভুয়া... ভুয়া... এটা গরুর হাট।’