বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, এই সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। ভোটবিহীন এমপিদের টেনে নামানো হবে।
তিনি বলেন, শেখ হাসিনার পতন ছাড়া আর কখনো বিকল্প নেই। আজ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। ফয়সালা হবে রাজপথে। আমাদের সব নেতাকর্মীকে মুক্তি দিতে হবে।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে গণ-অবস্থান কর্মসূচি থেকে তিনি এসব কথা বলেন। সকাল ৯টা ৪০ মিনিট থেকে কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত।
আমান বলেন, ঢাকা শহরে আজ লাখ লাখ মানুষ অবস্থান নিয়েছেন দশ দফা দাবি আদায়ের জন্য। আজ ঘোষণা দিচ্ছি, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে।
গণ-অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক।