নতুন একটি গাড়ির প্রোটোটাইপ উন্মোচন করেছে বিশ্বখ্যাত মোটর কোম্পানি বিএমডব্লিউ। নতুন এ গাড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মালিক চাইলে ইচ্ছেমতো রং বদলাতে পারবেন, তার জন্য যেতে হবে না ওয়ার্কশপে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আই ভিশন ডি নামের এই গাড়িটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শোতে (সিইএস) লঞ্চ করা হয়।
টারমিনেটর সিনেমাখ্যাত অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনিগার ওই শো-তে অংশ নেন।
গত বছর একই প্রদর্শনীতে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ আরও একটি গাড়ি প্রদর্শন করেছিল, যেটি শুধু সাদা থেকে কালো এবং এর মাঝামাঝি ধূসর রং ধারণ করতে পারতো।
বিএমডব্লিউয়ের অন্যান্য ভবিষ্যৎমুখী চিন্তাধারার মধ্যে আছে, গাড়ির উইন্ডশিল্ডের ওপর গতিবেগ ও গন্তব্যের তথ্য দেখানো। এ ছাড়া তারা চাইছে উইন্ডশিলকে একটি পূর্ণাঙ্গ স্ক্রিণে পরিণত করতে, যেখানে বাস্তব ও পরাবাস্তবতার প্রযুক্তি ব্যবহৃত হবে।
এ ছাড়া স্ক্রিনে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য, যোগাযোগ ও ছবি দেখা যাবে। জানালার কাঁচের ঔজ্জ্বল্যও বাড়ানো কমানো যাবে এসব গাড়িতে।