ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার। এ বার গর্ভাশয়ের ক্যানসার ধরা পড়া শুধু সময়ের অপেক্ষা। অস্ত্রোপচারের কাজে লাগে এমন একটি ছুরি দিয়েই করা যাবে রোগ নির্ণয়। গবেষকদের দাবি, এন্ডোমেট্রিয়াল ক্যানসার সংক্রান্ত জটিলতা বেড়ে যাওয়ার মূলে রয়েছে রোগ নির্ণয়ে দেরি হওয়া।
যা ক্যানসারকে সাধারণ মানুষের কাছে আরও ভয়াল করে তুলেছে। ‘র্যাপিড ইভাপোরেটিভ আয়োনাইজ়েশন মাস স্পেকটোমেট্রি’ (সংক্ষেপে আরইআইএমএস) নামক বিশেষ প্রযুক্তিসম্পন্ন এই ছুরিটি অস্ত্রোপচারের সঙ্গে সঙ্গেই শরীর থেকে বাদ দেওয়া অংশটির মধ্যে ক্যানসার কোষের উপস্থিতি নির্ধারণ করতে সক্ষম।