সুইডিশ গানের দল ‘অ্যাবা’র একটি সুপারহিট অ্যালবাম চার দশকে বিক্রি হয়েছে লাখ লাখ কপি, অথচ সেখান থেকে একটি পয়সাও নেননি এর শিল্পীরা।
এর কারণ, ‘চিকিতিতা’ অ্যালবামের কপিরাইট তারা দিয়ে দিয়েছেন ইউনিসেফকে।
অ্যাবার প্রতিষ্ঠাতা সদস্য বিয়র্ন ওলভিউস বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, “গত কয়েক বছরে চিকিতিতার প্রচুর স্ট্রিমিং হয়েছে, প্রচুর রেকর্ডও বিক্রি হয়েছে। আমি খুব খুশি।”