গত রোববার বছরের প্রথম দিনে সারা দেশের মতো ময়মনসিংহ জেলার সব বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবার কোনো বিদ্যালয়েই শতভাগ বই পায়নি শিক্ষার্থীরা। তবে বই উৎসবের দিনে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে নতুন বই দেওয়া হলেও ময়মনসিংহের চারটি উপজেলার ষষ্ঠ শ্রেণির কোনো শিক্ষার্থীই পায়নি কোনো বই।
ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহের ফুলবাড়িয়া, ধোবাউড়া, তারাকান্দা ও মুক্তাগাছা উপজেলায় ষষ্ঠ শ্রেণির কোনো বই পৌঁছায়নি। তবে আজ মঙ্গলবার ফুলবাড়িয়া বাদে বাকি তিনটি উপজেলায় পৌঁছানোর কথা রয়েছে। এ ছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে চাহিদা অনুযায়ী শতভাগ বই পৌঁছে যাবে বলে আশা করছি।’