শীতকালে শিশুরা ত্বকসহ সর্দি-কাশি, গলাব্যথা, জ্বর, নিউমোনিয়া রোগে বেশি আক্রান্ত হয়। কারণ শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে, চারপাশে ভাসতে থাকে প্রচুর ধুলাবালি। এ সময় অভিভাবকদের সচেতন থাকা খুব জরুরি।
সচেতনতার প্রথম ধাপ : শিশুদের এ সময় ঠা-া বাতাস ও ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। শীতকালে যেহেতু নানা রোগের সংক্রমণ বাড়ে, তাই যতটা সম্ভব শিশুদের জনসমাগমপূর্ণ জায়গায় না নেওয়া ভালো। শিশুর গামছা, রুমাল, তোয়ালে ইত্যাদি আলাদা রাখুন। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সময় তাদের দূরে রাখুন। বাইরে নিয়ে গেলে মুখে মাস্ক ব্যবহার করার অভ্যাস করাবেন। শিশুর এ ধরনের সমস্যায় আদা, লেবু চা, গরম পানিতে গড়গড়া, মধু, তুলসিপাতার রস খাওয়াতে পারেন। সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন।