শরীয়তপুরের জাজিরা উপজেলায় ইমরান খালাসি (২৬) নামের এক তরুণ বাড়িতে বসে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে মারা গেছেন। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত বুধবার বাড়িতে বসে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটলে আহত হন ইমরান। স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।
নিহত ইমরান খালাসি উপজেলার সেনেরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামচু খালাসির ছেলে। স্থানীয় একাধিক ব্যক্তির দাবি, আগামী ২৯ ডিসেম্বর জাজিরার মুলনা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষকে সরবরাহ করার জন্য ককটেল বোমাগুলো বানানো হচ্ছিল।
ইমরানের বোন চায়না বেগম বলেন, ‘আমার ভাই স্থানীয় একটি বাহিনীর সঙ্গে জড়িত ছিল। তারা পাশের ইউনিয়নের একটি নির্বাচনে ককটেল সরবরাহ করতে চেয়েছিল। পারিবারিকভাবে আমরা বাধা দিয়েছিলাম। কিন্তু ইমরান আমাদের কোনো বাধা মানেনি।’