রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি পুরনো বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন।
রাশিয়ার তদন্তকারীদের বরাত দিয়ে আজ শনিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে ভবনটির দ্বিতীয় তলা পুড়ে ছাই হয়ে যায়। তবে, ভবনটি আনুষ্ঠানিকভাবে বৃদ্ধাশ্রম হিসেবে নিবন্ধিত ছিল না।
দেশটির কর্মকর্তারা বলেছেন, রাশিয়ায় অনেক ভবন অনুমোদন ছাড়াই বৃদ্ধাশ্রম হিসেবে কাজ করে। এর অর্থ হলো এগুলো ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচিত হবে।
নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে আরআইএ বার্তা সংস্থা জানিয়েছে, ঘটনাস্থল মস্কো থেকে ৩ হাজার ৬০০ কিলোমিটার (২ হাজার ২০০ মাইল) পূর্বে। অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।