পর্দা নামছে গ্রেটেস্ট শো অন আর্থ। ইতোমধ্যেই ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, ওয়ার্ল্ড কাপ ইতিহাসে কাতার বিশ্বকাপই সর্বকালের সেরা বলে আখ্যায়িত করেন। শেষটা রাঙাতে উদ্বোধনীর মতোই, কাতার বিশ্বেকাপের সমাপনী অনুষ্ঠানেও আজ থাকছে জমকালো আয়োজন।
যেখানে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’- এর সুরের মুর্ছনায় দর্শক মাতাবেন মার্কিন গায়ক ডেভিডো এবং আইশা। লাইট দ্যা স্টাইক গানে মঞ্চে আসবেন মরক্কো বংশদ্ভুত বলিউড তারকা নোরা ফাতেহি, বালকিস, রহমা রিয়াদ ও মানাল। আতশবাজি উৎসবসহ থাকছে আরো নানা আয়োজন।
শেষ হচ্ছে ৩২ দলের বিশ্ব সেরা হবার মহারণ। আর বাকি মাত্র একটি ম্যাচ। আজ রাতে লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-ফ্রান্স স্বপ্নের ফাইনালের মাধ্যমে পর্দা নামছে বিশ্বকাপের ২২তম আসরের।