ধানমন্ডিতে অর্ধশত নারী উদ্যোক্তার মেলা সোমবার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১

শীত মানেই হরেক রকম ফল-ফুল ও বাহারি পিঠাপুলির সমাহার। এই শীতকে বরণ করতে প্রস্তুত হচ্ছে সবাই। এমনই এক সময়ে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরের মাইডাস সেন্টারে শুরু হচ্ছে ‘ইয়ুথ গ্লোব্যাল উইন্টার ফেস্ট-২০২২’। আগামী সোম ও মঙ্গলবার (১৯-২০ ডিসেম্বর) এ মেলায় দেশীয় পণ্য নিয়ে প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা অংশ নেবেন। শীতের পোশাক, পিঠাপুলি, হারবাল পণ্যসহ বাহারি সব পণ্যের পসরা সাজিয়ে বসবেন তারা। '


আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার দরজা খোলা থাকবে। মেলায় কোনো প্রবেশমূল্য নেই। সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন কণ্ঠশিল্পী মেহরীন মাহমুদ। সমাপনী অনুষ্ঠানেও থাকবেন তিনি। এদিন প্রধান অতিথি থাকবেন ইয়ুথ গ্লোব্যাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সীমা হামিদ। বিশেষ অতিথি থাকবেন ইয়ুথ গ্লোব্যাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মডেল ও অভিনেতা অন্তু করিম। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us