You have reached your daily news limit

Please log in to continue


হারের পর আর্জেন্টাইন রেফারির বিরুদ্ধে পেপের গুরুতর অভিযোগ

কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। শনিবার রাতে দোহার আল থুমামা স্টেডিয়ামে মরক্কোর কাছে শেষ আটের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোরা হেরেছে ১-০ গোলে। ৪২তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইউসেফ এন-নেসিরি। হারের পর রেফারিকে এক হাতে নিলেন পর্তুগিজ তারকা পেপে।

৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে বলেন, ‘গতকালের মেসির অভিযোগের পর, এটা একদমই অগ্রহণযোগ্য যে আর্জেন্টাইন রেফারি বারবার আমাদের বিপক্ষে বাঁশি বাজিয়েছে। তিনি হয়তো চাচ্ছিলেনই আর্জেন্টিনাকে কাপ জিতিয়ে দিতে। আমরা অপ্রত্যাশিতভাবে গোল হজম করেছি, কিন্তু এটা আমাকে এটা বলতেই হবে, আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে। ওদের বিশ্বকাপটা দিতে দাও। ’

পেপের দাবি, ব্রুনো ফের্নান্দেসকে ফাউলের জন্য নিশ্চিত পেনাল্টি পেত পর্তুগাল, ‘তিনি (রেফারি) ব্রুনোর নিশ্চিত পেনাল্টির সিদ্ধান্ত দেননি। আমাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে। আমি বলছি না যে তিনি পক্ষপাতিত্ব করেছেন... কিন্তু আমরা দ্বিতীয়ার্ধে কেন খেলেছি? গোলরক্ষক পড়ে গেল। তখন শেষ বাঁশি বাজার মাত্র ৮ মিনিট বাকি। আমরা এত কষ্ট করলাম...। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন