যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
শুক্রবার মিনিয়াপলিসের হেনেপিন কাউন্টি ডিস্ট্রিক্ট আদালত সাবেক পুলিশ কর্মকর্তা জে. আলেকজান্ডার ক্যাঙ্গকে এ সাজা দেন, তিন এ সময় ওহাইওর একটি কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে উপস্থিত ছিলেন; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০২০ সালের মে-তে মিনিয়াপলিসের একটি দোকানের সামনে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর ফ্লয়েডের (৪৮) ঘাড়ে আরেক পুলিশ কর্মকর্তা হাঁটু গেড়ে বসে থাকার পর তার মৃত্যু হলে প্রথমে যুক্তরাষ্ট্রজুড়ে পরে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় সৃষ্টি বিক্ষোভের আগুন খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল বর্ণবাদবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠা যুক্তরাষ্ট্রকে।