শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন

আজকের পত্রিকা আহসান উল্লাহ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ১০:৩২

একাত্তরের ১০ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় অনুচর আলবদর, রাজাকাররা সিরাজুদ্দীন হোসেনকে গভীর রাতে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার উষালগ্নে তারা বহু বাঙালি বুদ্ধিজীবীকে একইভাবে হত্যা করে। পরাজয়ের মুহূর্তে পাকিস্তানি ও তাদের এ দেশীয় দালালদের বুদ্ধিজীবী হত্যার এই ভয়াবহ পরিকল্পনার উদ্দেশ্য ছিল বাংলাদেশ স্বাধীন হলেও তারা যেন দেশ চালাতে না পারে। তাদের সেই চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে।


সাংবাদিক হিসেবে সিরাজুদ্দীন হোসেন ছিলেন আপসহীন, নির্ভীক, সত্যনিষ্ঠ এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। অপরদিকে অসহায় দুঃখী মানুষের জন্য তাঁর ছিল অগাধ ভালোবাসা। মানুষের দুঃখ-কষ্টে তিনি অস্থির হয়ে উঠতেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের যেকোনো প্রান্ত থেকে হতদরিদ্র সাধারণ মানুষ তাঁর কাছে আসত এবং তিনি তাঁদের অভাব-অভিযোগের কথা মনোযোগ দিয়ে শুনতেন। তিনি তাঁদের সমস্যার কথা যথাযথ গুরুত্ব দিয়ে পত্রিকার পাতায় ছেপে দিতেন। দরিদ্র, অবহেলিত মানুষ তাঁর মধ্যে পেয়েছিল সত্যিকারের একজন বন্ধু এবং নিজেদের মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us