ইরানে সরকারবিরোধী নারী বিক্ষোভকারীদের মুখ, স্তন ও যৌনাঙ্গ লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। চিকিৎসক ও নার্সদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।
গ্রেপ্তার এড়াতে অনেক চিকিৎসক ও নার্স গোপনে বিক্ষোভকারীদের চিকিৎসা দিচ্ছেন। তাঁরা বলেন, পুরুষের চেয়ে ভিন্ন ধরনের জখম নিয়ে আসেন নারীরা। পুরুষেরা সাধারণত পা, নিতম্ব ও পিঠে আঘাত নিয়ে চিকিৎসা নিতে আসেন।
ইন্টারনেট বন্ধ থাকায় বিক্ষোভকারীদের ওপর শারীরিক নিপীড়নের বেশির ভাগ ঘটনাই আড়ালে রয়ে গেছে। গার্ডিয়ানকে স্বাস্থ্যকর্মীদের সরবরাহ করা ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীদের শরীরজুড়ে পেলেটে (একধরনের ছররা গুলি) বিদ্ধ হওয়ার আঘাত রয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা খুব কাছ থেকে এসব গুলি চালিয়ে থাকেন।