'ইসলামিক ব্যাংক তারল্য সুবিধা' প্রবর্তনের পর প্রথম দুই দিনে শরীয়াহ-সম্মত ঋণদাতারা মোট পাঁচ হাজার ২৪৭ কোটি টাকা ঋণ নিয়েছেন। দেশের ইসলামী ব্যাংকগুলো ঋণ নেওয়ার পরিবর্তে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংককে ৫৯০ কোটি টাকা পরিশোধ করেছে। তারল্য সহায়তা হিসেবে তাদের নিট ঋণের পরিমাণ চার হাজার ৬৫৭ কোটি টাকায় নামিয়ে এনেছে।
প্রথম দুই দিনে পাঁচটি ঋণদাতা ব্যাংক যথাক্রমে- ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের অধীনে পাঁচ হাজার ২৪৭ কোটি টাকা ঋণ নিয়েছে যার লক্ষ্য শরিয়াহ-সম্মত ব্যাংকগুলোকে ১৪ দিনের স্বল্পমেয়াদী তারল্য সহায়তা প্রদান করা।