হিজাববিরোধী বিক্ষোভের 'সাফল্য' পরিবর্তন আনবে?

সমকাল ড. মঞ্জুরে খোদা প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ১৬:০৮

২০১০-এর আরব বসন্তের কথা নিশ্চয় মনে আছে। যে বসন্তের হাওয়ায় আরব রাষ্ট্রগুলোর বুকে দীর্ঘদিন চেপে থাকা শাসকরা একেক করে পড়ে গিয়েছিলেন। এই বিপ্লবের সূত্রপাত হয়েছিল তিউনিসিয়ার রাস্তার এক হকারের প্রতিবাদ দিয়ে। মোহাম্মদ বোয়াজিজি নামে পথে ফল বিক্রি করা সেই হকার পুলিশি নির্যাতন, দুর্নীতি ও দুঃশাসনের প্রতিবাদে শরীরে আগুন জ্বেলে আত্মাহুতি দিয়েছিলেন।


ব্যস,শুরু হয়ে গেল মহাবিদ্রোহ। যেন সবার বুকে বারুদ উশখুশ করছিলই। নিজের শরীর জ্বেলে দিয়াশলাই হয়ে বোয়াজিজি তাতে আগুন দিয়েছিলেন। আগুন জ্বলে উঠল চারদিকে। সে আগুনে শুধু তিউনিসিয়াই জ্বলেনি; আলজেরিয়া, জর্ডান, মিসর ও ইয়েমেন, সিরিয়া, লিবিয়া হয়ে ছড়িয়ে পড়েছিল আফ্রিকার দেশে দেশে। সে ঘটনায় অর্ধডজন শাসকের পতন হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us