কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাতে মাঠে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের দেয়াল ভাঙতে যেন ভুলেই গেছে পর্তুগাল! ২০০৬ বিশ্বকাপের পর শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি তারা। কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচটি। পরিসংখ্যানে পর্তুগালের চেয়ে এগিয়ে সুইসরা।
দুদলের মধ্যকার ২৫ ম্যাচের মধ্যে ১১টিতেই জিতেছে সুইজারল্যান্ড। পর্তুগিজরা জিতেছে ৯টিতে, বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে। তার পরও ক্রিস্তিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভাদের নিয়ে পর্তুগাল বড় দল। সাবেক ইউরো চ্যাম্পিয়ন। বিশ্বকাপের মুকুট এখনো জেতা হয়নি ঠিক, তবে এবারও শিরোপায় চোখ রেখেই রোনালদোরা আছেন কাতারে। এ ম্যাচে ফেভারিট ধরা হচ্ছে পর্তুগালকেই।
এদিকে সুইস তারকা জাদরান শাকিরির মতো কোচ মুরাত ইয়াকিনও বলেছেন নিজেদের সম্ভাবনার কথা, ‘পর্তুগাল এ ম্যাচে ফেভারিট। তবে নক আউট ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা যদি শুরুটা ভালো করতে পারি আর আমাদের কৌশল যদি কাজ করে তবে কোনো কিছুই অসম্ভব নয়। ’