দক্ষিণ কোরিয়াকে গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

ডেইলি স্টার প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ০৯:২৭

শুরুতেই আগ্রাসী ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিল ব্রাজিল। প্রথম ৩৬ মিনিটের মধ্যে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা জালের ঠিকানা খুঁজে পেল চারবার। তাদের আক্রমণভাগের খেলোয়াড়দের বিপরীতে রীতিমতো অসহায় হয়ে রইল দক্ষিণ কোরিয়া। দাপট দেখানো উড়ন্ত জয়ে তিতের শিষ্যরা নাম লেখাল কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।


সোমবার রাতে ৯৭৪ স্টেডিয়ামে আসরের শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে ব্রাজিল। তাদের পক্ষে একটি করে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকেতা। কোরিয়ানদের পক্ষে সান্ত্বনাসূচক গোল করেন পাইক সিউং-হো। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা।


বল দখলে কিছুটা এগিয়ে থাকা ব্রাজিল প্রতিপক্ষের গোলমুখে ১৮টি শট নিয়ে লক্ষ্যে রাখে নয়টি। যার মধ্যে তিনটি পৌঁছায় জালে। গ্রুপ পর্বে একই সংখ্যক গোল করতে তিন ম্যাচে তাদের নিতে হয়েছিল সব মিলিয়ে ৫১টি শট। অন্যদিকে, গোলমুখে কোরিয়ার নেওয়া আটটি শটের ছয়টি ছিল লক্ষ্যে।


গোড়ালির চোট কাটিয়ে এই ম্যাচের একাদশে ফেরেন নেইমার। তাকে পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে ব্রাজিল দল। প্রথমার্ধে একইসঙ্গে চোখ জুড়ানো ও আক্রমণাত্মক ফুটবলে তারা কাঁপিয়ে দেয় প্রতিপক্ষকে। যদিও দ্বিতীয়ার্ধে কমে আসে তাদের খেলার গতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us