You have reached your daily news limit

Please log in to continue


ফাইনালে মেসির সঙ্গে জার্সি বদল করতে চান পেদ্রি

এরমধ্যেই কোয়ার্টার-ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। অপেক্ষায় রয়েছে স্পেন। যে ধারায় দল দুটি আগাচ্ছে তাতে ফাইনালের আগে মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এ দুই দলের মোকাবেলা ফাইনালেই চান স্পেনের তরুণ মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেস। আর সেখানে মেসির সঙ্গে করতে চান নিজের জার্সি বদল।

বার্সেলোনায় সতীর্থ হিসেবে মেসির সঙ্গে খেলেছেন পেদ্রি। তবে এখনও তার বিপক্ষে খেলা হয়নি তার। ক্লাব পর্যায়ে সহসা তেমন কোনো সুযোগ নেই। সে সুযোগ হতে পারে এবার জাতীয় দলের জার্সিতে। বিশ্বকাপের ফাইনালে। আর এমনটা হলে ১৮ ডিসেম্বর মেসির জার্সি সংগ্রহ করে নিবেন এ স্প্যানিশ তরুণ।

সেই দিনের অপেক্ষায় আছেন ক্যারিয়ারের প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা পেদ্রি, 'অনুমান করছি আমরা ফাইনালে একে অপরের মোকাবেলা করব, আমি তখন লিওর সঙ্গে জার্সি বদলাতে চাই।'

মেসির কারণে আর্জেন্টিনা দল ভালো কিছু করবে বলেই বিশ্বাস করেন পেদ্রি, 'আর্জেন্টিনায় খুব ভালো মানের খেলোয়াড় আছে। তাদের দলের কন্ডিশনও এখন ভালো। ওদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়টিও আছে। আমার জীবনে দেখা সেরা খেলোয়াড় লিও। এটা তাদের অনেক গিয়ে রাখবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার করা গোলটি দেখেছি যা ব্যবধান গড়ে দিয়েছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন