১০ ডিসেম্বর বিএনপি অরাজকতা করলে দাঁতভাঙা জবাব দেবো: মেয়র লিটন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ১৮:৩৩

বিএনপি ১০ ডিসেম্বর কোনো অরাজকতা সৃষ্টি করলে তাৎক্ষণিক দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।


তিনি বলেন, রাজশাহীতে বিএনপি সেমিফাইনাল খেলার ঘোষণা দিয়েছিল, সাতদিন চেষ্টা করেও তেমন লোক জড়ো করতে পারেনি। আমরা ড্রোনে তোলা ছবিতে দেখেছি, বিএনপির সমাবেশের মাঠ ছিল ফাঁকা। এই বাহাদুরি নিয়ে ১০ ডিসেম্বর ঢাকায় ফাইনাল খেলবে, তারপর তাদের কথামতো দেশ চলবে এটি মূর্খের স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই নয়।


রোববার (৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাত বছর পর উৎসবমুখর পরিবেশে জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


লিটন বলেন, আওয়ামী লীগ জনগণের রায়ে ক্ষমতায় আছে। আমরা কারও দয়ায় ক্ষমতায় নেই। আগামী নির্বাচনে বিএনপি না এলে এর খেসারত তাদেরই দিতে হবে।


দ্বিতীয় অধিবেশনে রাজশাহী জেলা কৃষক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে তাজবুল ইসলামকে সভাপতি ও ওয়াজেদ আলীকে সাধারণ সম্পাদক করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us