আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া: কে খেলবে কোন কৌশলে

চ্যানেল আই প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ১৭:৪৫

ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে বিভিন্ন কৌশল অবলম্বন করে ও বিভিন্ন পদ্ধতি মেনে এই খেলাটি খেলা সম্ভব। বিষয়টি যেমন নির্ভর করে কোচের উপর, তেমনি খেলোয়াড়রা কৌশলগুলোর সাথে কতটা খাপ খাওয়াতে পারছে, সেটিও অত্যন্ত জরুরি।


দলের সেট-আপ নানা সময় পাল্টে যায় প্রতিপক্ষের জালে বল ঢোকানোর জন্য। এখানে যেমন বিভিন্ন ফরমেশনের দেখা মেলে, একই সাথে দেখা যায় দল কীভাবে ম্যাচের যেকোনো মুহূর্ত বিচার করে সঠিক সিদ্ধান্তটি নেওয়ার ক্ষমতা দেখায়। আর্জেন্টিনা আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে কী করতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়াই বা এই শক্তিশালী দলটির বিরুদ্ধে কতোটা প্রস্তুত ডেনমার্কের বিপক্ষে দারুণ জয়ের পর?


বক্স টু বক্স মিডফিল্ডারদের স্কিলের বিষয়টি থাকবে আর্জেন্টিনার ক্ষেত্রে। বিশেষ করে তাদের মিড আর ফ্রন্ট থ্রি খুবই ক্ষিপ্র, খুবই মেধাবী। মেসি প্রায়ই ফলস নাইন ধরে খেলবেন। এটি প্রতিপক্ষের জন্য বিশাল ঝামেলা। আর উইং অ্যাটাকগুলোও প্রখর করে তুলতে সহায়তা করবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। টাচলাইন থেকে আসা ক্রসগুলো আর্জেন্টিনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। যদিও ডি মারিয়া আজ খেলবেন কি না তা এখনো জানা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us