পরিবারে ছায়াদানকারী বটগাছটির নাম বাবা

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড শাহানা হুদা রঞ্জনা প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১৬:১০

অনেকেই আছেন যারা শিশুর সাথে কথা বলার সময় প্রথমেই জিজ্ঞাসা করেন, তোমার বাবা বেশি ভালো নাকি মা? অথবা তুমি বাবাকে বেশি ভালবাসো, নাকি মাকে? অথচ তারা বুঝতেই পারেন না যে একজন শিশুর কাছে এরচাইতে অদ্ভুত ও বিব্রতকর প্রশ্ন আর হয় না। কারণ একজন শিশুর কাছে বাবা মা দুজনেই সমান প্রিয় ও সমান নির্ভরতার জায়গা। দু'জনেরই ভালবাসা ও আলিঙ্গন শিশু প্রত্যাশা করে সমানভাবে। 


আর বাবা না মা, কে বেশি ভালো- এই প্রশ্নও সন্তানের কাছে অবান্তর। কারণ সন্তান তার বাবা-মা দুজনকেই সমান ভালবাসে। এরপর বড় হতে হতে, সামাজিক অবস্থার চাপে, সাংসারিক টানাপোড়েন ও অবদানের উপর ভিত্তি করে ভালবাসা বা পছন্দের জায়গায় কিছুটা একপেশে ভাব তৈরি হতেই পারে। কিন্তু সন্তানের জীবনে মা ও বাবার অবদান গুনে শেষ করা যাবে না। 


একটি পরিবারে ছায়াদানকারী বটগাছটির নাম বাবা। আর তাই একজন সন্তান যখন তার বাবাকে হারায়, তখন সেই সন্তানের মাথার উপর থেকে ছায়া সরে যায়। সন্তান যে বয়সেই বাবাকে হারাক না কেন, তার পৃথিবীটা নিমিষেই অভিভাবকশূন্য হয়ে পড়ে। বাবার মৃত্যুর পর একজন প্রতিষ্ঠিত ও বয়স্ক মানুষও উপলব্ধি করেন যে, তিনি তার সবচেয়ে বড় আশ্রয়টি হারিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us