বিকেলে মাঠে নামছে জাপান

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০৬:০৩

দুই দলের বিশ্বকাপ শুরু হয়েছে একেবারে ভিন্নভাবে। জার্মানির বিপক্ষে রূপকথার জয় পেয়েছে জাপান। গোল খেয়ে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর বীরোচিত কাব্য রচনা করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে দেয় ‘ব্লু সামুরাই’রা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলবন্যায় ভেসে গেছে কোস্টারিকা। ২০১০ সালের চ্যাম্পিয়নদের কাছে তারা হেরেছে ৭-০ গোলে।


স্পেনের কাছে বিশাল হারের দুঃখ ভুলে টিকে থাকার লড়াইয়ে আহমেদ বিন আলী স্টেডিয়ামে আকাশে উড়তে থাকা জাপানের মুখোমুখি হচ্ছে কোস্টারিকা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে হেরে গেলে এবারের মতো বিশ্বকাপও শেষ হয়ে যাবে লুই ফার্নান্দো সুয়ারেজের দলের। অন্যদিকে কোস্টারিকাকে হারাতে পারলে আজই নক আউট নিশ্চিত হয়ে যেতে পারে জাপানের। সেক্ষেত্রে জার্মানি ও স্পেনের ম্যাচের ফলও অবশ্য অনুকূলে আসতে হবে তাদের। তবে স্পেনের বিপক্ষে জার্মানি জিতে গেলে কোস্টারিকার বিপক্ষে জিতলেও স্পেনের বিপক্ষে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে জাপানকেও। আল রায়হানের লড়াইটা তাই দুই দলের জন্যই অতি গুরুত্বপূূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us