এ মাসের গোড়ার দিকে রুশ দখলদারিত্ব থেকে মুক্ত হওয়া দক্ষিণ ইউক্রেনের খেরসন শহরে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। শনিবার দেশটির প্রেসিডেন্টের দফতরের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো এমন দাবি করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে কিরিলো টিমোশেঙ্কো বলেন, ‘প্রথমে আমরা শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ করছি। এরপর গৃহস্থালীর গ্রাহকদের জন্য।’