আগামী ২৪ নভেম্বর যশোরের শামস্-উল হুদা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এই জনসভার রাজনৈতিকভাবে তাৎপর্য ও গুরুত্ব রয়েছে। কারণ ভেন্যুটি ঐতিহাসিক। বিশেষ করে চার কারণে প্রধানমন্ত্রীর এই জনসভা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সেজন্য জনসভায় স্মরণকালের জনসমাগম ঘটাতে চায় দলটি। সেইসঙ্গে পুরো শহর সমাবেশস্থলে পরিণত করতে চাচ্ছেন দলীয় নেতারা।
কারণগুলো হলো—(১) ৫০ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যশোরের যে স্থানে জনসমুদ্রে ভাষণ দিয়েছিলেন, সেখানেই জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। (২) করোনা মহামারির কারণে গত তিন বছর কোনও সমাবেশে অংশ নেননি শেখ হাসিনা। আগামী নির্বাচন সামনে রেখে যশোরে প্রথম জনসভা করছেন। এই জনসভায় তিনি আগামী নির্বাচনের বার্তা দেবেন। (৩) বিগত দিনগুলোতে আওয়ামী লীগের নির্বাচনি জনসভা শুরু হয়েছিল ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে। এবার যশোর থেকে শুরু হচ্ছে। (৪) বিগত কয়েক বছরে দক্ষিণাঞ্চলের যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন, অর্থনৈতিক, সামাজিক ও মানুষের জীবনযাত্রার উন্নয়ন এবং পদ্মা সেতু নির্মাণ। এই কারণগুলো রাজনৈতিকভাবে অনেক গুরুত্ব বহন করছে।