বেলজিয়ামের অ্যাওয়ে জার্সি বাতিল করল ফিফা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ১৬:২৪

ওয়ার্ম-আপ জার্সির পর এবার ফিফার অনুমোদন পেল না বেলজিয়ামের অ্যাওয়ে জার্সিও। কলারে ‘লাভ’ শব্দ থাকায় তাদের অ্যাওয়ে জার্সিকে ‘না’ বলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।


বেলজিয়ামের এক মুখপাত্র সোমবার জানান, তাদের অ্যাওয়ে জার্সি বাতিল করে দিয়েছে ফিফা।


জার্সির নকশায় রংধনু-রঙের ছাঁট, যা দেশটির জনপ্রিয় সঙ্গীত উৎসব ‘টুমরোল্যান্ডের’ আতশবাজি থেকে অনুপ্রাণিত এবং একই সঙ্গে তা বৈচিত্র্য, সমতা ও একতার প্রতীক।

বেলজিয়ামের মুখপাত্র স্তেফান ফন লুক বলেন, জার্সির রঙের (যেটা সাধারণভাবে সমকামী, উভকামী ও রূপান্তরকামী সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ) জন্য নয়, নাচক করা হয়েছে টুমরোল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক যোগসুত্র থাকার কারণে।


ফন লুক আরও বলেন, বেলজিয়ামের ওয়ার্ম-আপ জার্সিটি ফিফা প্রত্যাখ্যান করেছিল টুমরোল্যান্ডের উল্লেখ থাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us