পেট চালাতে সারান সাইকেল-রিকশা, মন ভরাতে লেখেন গল্প-কবিতা

প্রথম আলো প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৯:৫১

শেখ ওসমান গণির বয়স ৫৪ বছর। সাইকেল-রিকশা মেরামত করে জীবিকা চালান। পথের ধারে কাজটি শুরু করেছিলেন কিশোর বয়সে। সেটা ৪০ বছর হয়ে গেল। সংসারের খরচ চালাতে এই কাজই একমাত্র সম্বল তাঁর। কখনো হাল ছাড়েননি। এই পেশার বাইরে তাঁর আলাদা একটি সত্তা আছে। তিনি সাহিত্য চর্চা করেন। কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ লেখেন। লেখার স্বীকৃতি হিসেবে তিনি একাধিকবার সম্মাননাও পেয়েছেন।


ওসমানের বাড়ি রংপুর শহরের নীলকণ্ঠ এলাকায়। পরিবারে আছেন স্ত্রী ও এক ছেলে। ২০১৯ সাল থেকে ছেলে চাকরি করছেন।


ওসমান গণি প্রতিদিন ভোরে রংপুর টাউন হল চত্বরের প্রধান সড়কের পাশে যান। সেখানে সাইকেল-রিকশা মেরামতের কাজ করেন। বুধবার দুপুরে তাঁর সঙ্গে কথা হয়। হাসিমুখে তিনি জানালেন তাঁর সাহিত্যচর্চার কথা। বললেন, তিনি নিয়মিত খবরের কাগজ পড়েন। কবিতা ও ছোটগল্প লেখেন। রংপুরের সব কটি স্থানীয় পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়েছে। এ ছাড়া রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া তাঁর শখ। রচনা লিখে তিনি বেশ কয়েকটি ক্রেস্ট ও সম্মাননা পেয়েছেন।


রংপুরে মৌচাক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন বলেন, ওসমান সাইকেল–রিকশা মেরামতের পাশাপাশি সাহিত্যচর্চা করে আসছেন দীর্ঘদিন ধরে। তাদের সংগঠন তাঁকে সম্মাননা জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us