৩ মাসের কমিটি চলছে ১৫ বছর

আজকের পত্রিকা প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ১১:০৬

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পরেও হচ্ছে না গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবলীগের সম্মেলন। যার ফলে আগামী সম্মেলনে পদপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সম্মেলন না হলে এসব পদপ্রত্যাশী নেতারা আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।


জানা গেছে, ২০০৭ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরাকে আহ্বায়ক করে যুবলীগের ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন জাহিদুল ইসলাম, আতিকুজ্জামান খান বাদল, রুহুল আমিন খান, মিরাজ হোসেন, সুমন হোসেন বাচ্চু, নুরুল হোসেন নয়ন, ফরমান মুন্সী, মলয় কান্তি বল্লভ, মাসুদ রানা ও দিদারুল ইসলাম। তিন মাসের জন্য গঠিত এই আহ্বায়ক কমিটি দিয়ে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কমিটির অধিকাংশ নেতাই উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির বিভিন্ন পদে স্থান করে নিয়েছেন। এসব নেতারা যুবলীগ ও আওয়ামী লীগের দুটি পদ দখল করে আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us