তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং চলে গেলেও ক্ষত ও ক্ষতির চিহ্নগুলো এখনও শুকায়নি। কক্সবাজারের কৃষকদের স্বপ্ন ভেঙে দিয়েছে ২৫ অক্টোবর আঘাত হানা এই ঘূর্ণিঝড়। ওই সময় নোনা জলে তলিয়ে গিয়েছিল কৃষকের সোনালী ফসল। এখন সেসব ফসল জ্বলে গেছে। এতে জেলার ছয় হাজার ২২৮ কৃষকের পরিবারে নেমেছে অন্ধকার। ক্ষতি হয়েছে সাড়ে ১০ কোটি টাকা।
স্থানীয় সূত্র জানায়, গত ২৫ অক্টোবর কক্সবাজারসহ দেশের বেশ কয়েকটি জেলায় আঘাত হানে সিত্রাং। এ সময় সাগরের পানি কয়েকগুণ বেড়ে যায়। জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে তলিয়ে যায় ধান, শাকসবজি ও পানের বরজ।