বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গেছে চট্টগ্রামের আউটার রিং রোড। এই সড়কের মাঝামাঝি এক জায়গায় আকমল আলী ঘাট, যেখানে বসবাস শতাধিক জেলে পরিবারের। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে এই জেলেপাড়ার পুরোটাই।
সব কিছু হারিয়ে এখন বেড়ি বাঁধের পাশে পলিথিন আর কাপড় দিয়ে ছাপড়া ঘর বানিয়ে আশ্রয় নিয়েছেন এই পাড়ার বাসিন্দারা।
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হবে সাগরে মাছ ধরা। মাছ ধরেই চলে এই পাড়ার জীবন। কিন্তু এবার জলোচ্ছ্বাসে তাদের ঘরের পাশাপাশি তলিয়ে গেছে জাল, ভেঙেছে ট্রলার।