জুমে চালু হচ্ছে ই-মেইল ও ক্যালেন্ডার

প্রথম আলো প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২, ১৮:৫৯

গুগল ও মাইক্রোসফটকে টেক্কা দিতে নিজস্ব ই-মেইল ও ক্যালেন্ডার সেবা চালু করছে ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম। ফলে জুমে সরাসরি ই-মেইল পাঠানোর পাশাপাশি অনলাইন বৈঠক বা চ্যাটের দিনক্ষণ আগে থেকে লিখে রাখা যাবে। ব্যবহারকারীরা চাইলে জুম ই-মেইলের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের ই-মেইল সেবা ব্যবহার করতে পারবেন। ফলে জুমের সাহায্যে ব্যবসায়িক যোগাযোগ আরও স্বচ্ছন্দে করা যাবে। এ সপ্তাহে পরীক্ষামূলকভাবে সেবা দুটি চালু করা হবে।


এক ব্লগ বার্তায় জুমের প্রধান পণ্য কর্মকর্তা ওডেড গ্যাল জানান, নতুন সেবাগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে ই-মেইল, অনলাইন মিটিং, ফোনকল, দলগত চ্যাটের পাশাপাশি যোগাযোগের সব সুবিধা পাওয়া যায়। ফলে ব্যবহারকারীরা ই-মেইলে থাকা বিভিন্ন তথ্য চাইলে চ্যাটে যুক্ত করতে পারবেন। প্রাথমিকভাবে কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী জুম ব্যবহারকারীরা এসব সুবিধা পরখ করতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us