ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, তিস্তা প্রকল্প ভূরাজনৈতিকভাবে স্পর্শকাতর। এ প্রকল্প নিয়ে বাংলাদশের ওপর ভূরাজনৈতিক চাপ আছে। তবে এটি বাংলাদেশের ইচ্ছার বিষয়, বাংলাদেশ চাইলে চীন তিস্তা প্রকল্পের উদ্যোগ নিবে। আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরামের আয়োজনে চীনের কমিউনিস্ট পার্টির ২০ তম কংগ্রেস পরবর্তী সেমিনারের বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সেমিনারে প্রশ্নত্তোর পর্বে চীনা রাষ্ট্রদূত বলেন, ' চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ আমাদেরকে প্রস্তাব দিয়েছে। ফলে বাংলাদেশের পানি সমস্যার সমাধানের বিষয়টি মাথায় রেখে চীন তিস্তা প্রকল্প করতে ইচ্ছুক। আমরা হাজার বছর ধরে পানি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। '
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নের জবাবে লি জিমিং বলেন, 'আমাদের প্রধান লক্ষ্য রোহিঙ্গা প্রত্যাবাসন। আমাদের বৈঠকের পর গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বাংলাদেশ ও মিয়ানমার উভয়েই চীনের বন্ধু, ফলে এই সংকটের একটি বন্ধুত্বপূর্ণ সমাধান চীনের লক্ষ্য। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি দ্রুত ঘটুক এটা অনেকেই চায় না। তাদের বাণিজ্যিক স্বার্থ এখানে জড়িত। '